ইরানকে সহায়তায় প্রস্তুত রাশিয়া, আগ্রাসনের নিন্দা পুতিনের

2 Min Read

ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে ভিত্তিহীন উল্লেখ করে দেশটির জনগণকে সহায়তার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকের শুরুতে পুতিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনের কোনো ভিত্তি নেই। রাশিয়া ইরানি জনগণের পাশে রয়েছে এবং সহায়তা করতে প্রস্তুত।

পুতিনকে ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, আপনার অবস্থান স্পষ্ট করেছে যে রাশিয়া ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়ে আছে। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুতিনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে এবং সংঘাতে নতুন পক্ষ জড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হামলায় পারমাণবিক স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি তৈরি হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে এই হামলা সম্পর্কে আগাম কিছু জানাননি। তবে সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে দুই নেতা আগেই সাধারণ আলোচনা করেছিলেন।

উল্লেখ্য, রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র। পারমাণবিক কার্যক্রম ঘিরে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের আলোচনায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ২০১৫ সালের পরমাণু চুক্তির অন্যতম অংশীদারও ছিল রাশিয়া। যদিও ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়।

তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকার কারণে ইরানকে রাশিয়ার পক্ষ থেকে বড় ধরনের সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা কম। তার ওপর প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী দেখা যাচ্ছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *