ঈদে আসছে ‘দম’, প্রথমবার একসঙ্গে নিশো-চঞ্চল

বিনোদন ডেস্ক :
প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ৫:১৭
ঈদে আসছে ‘দম’, প্রথমবার একসঙ্গে নিশো-চঞ্চল

গত রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা দাগি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আসছে তার নতুন সিনেমা দম। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আফরান নিশো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য সিনেমাটির খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

দম নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। ‘পাওয়ার অব আ কমন ম্যান’ নিয়ে কাজ করতে চেয়েছিলাম বহুদিন। এই গল্পের চরিত্র শুধু আমাকে নয়, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা জোগাতে পারে।

নিশোও জানালেন, এমন গল্পের সিনেমা দেশে খুব কম হয়েছে। তার ভাষায়, এটা একটা সার্ভাইভাল ইনস্পিরেশনাল গল্প। অভিনয়ে অনেকগুলো স্তর রয়েছে, যা আমাকে খুব অনুপ্রাণিত করছে। ‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’র মতোই ‘দম’ও পারফরম্যান্স-নির্ভর সিনেমা, তবে এটি আরও বড় ক্যানভাসের কাজ। এই সিনেমার চ্যালেঞ্জটা নিতে ভালো লাগছে, কারণ নির্মাতা অত্যন্ত ডেডিকেটেড ও সত্‍‌ নিষ্ঠাবান।

২০২৩ সালের ডিসেম্বরে দম সিনেমার ঘোষণা দেওয়া হয়, যেখানে চঞ্চল চৌধুরীর নামও ছিল অভিনেতা হিসেবে। সাম্প্রতিক ঘোষণায় নিশোর নাম আসায় অনেকেই ধারণা করেছিলেন, চঞ্চল কি তবে বাদ পড়েছেন? নির্মাতা রেদওয়ান রনি পরিষ্কার করেছেন, চঞ্চল চৌধুরীও থাকছেন দম–এ। অর্থাৎ, এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে।

নতুন সিনেমার আগমুহূর্তে উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী বলেন, রেদওয়ান রনি পরিচালনায় ফিরছেন, এটা তো আনন্দের খবর। সিনেমার গল্পটি অসাধারণ, আগে এমন গল্পে কাজ করিনি। এটা চ্যালেঞ্জিং, আর আমার পছন্দের মানুষদের সঙ্গে কাজ করতে পারা মানেই বাড়তি আনন্দ।

তবে সিনেমাটিতে নারী চরিত্রে কে অভিনয় করবেন, কিংবা শুটিং কবে ও কোথায় শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। নির্মাতা জানান, শিল্পী নির্বাচন এবং লোকেশন চূড়ান্ত করার কাজ চলছে। দর্শকদের কৌতূহলকে সম্মান জানিয়ে বলছি, খুব শিগগিরই সব জানানো হবে। দম নিয়ে দর্শকের আগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ।