একদিনেই বাতিল চিফ পার্সার পদে হাফসার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ৭:২৭
একদিনেই বাতিল চিফ পার্সার পদে হাফসার নিয়োগ

হাফসা আহমেদ। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র কেবিন ক্রু (ফ্লাইট পার্সার) হাফসা আহমেদ শিল্পীকে চিফ পার্সার (ব্রিফিং) পদে নিয়োগ দিয়ে মাত্র একদিনের মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) জারি হওয়া নিয়োগপত্র মঙ্গলবার (১২ আগস্ট) বাতিল করে তাকে পূর্বের চিফ পার্সার (লাইন ক্রু) পদে ফেরত পাঠানো হয়।

চিফ পার্সার (ব্রিফিং) পদটি বিমানের গ্রাহক সেবা পরিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে সাধারণত সিনিয়র কেবিন ক্রুদের নিয়োগ দেওয়া হয় এবং ফ্লাইটে দায়িত্ব পালন করতে হয় না। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অন্তত দুজন সিনিয়রকে পাশ কাটিয়ে হাফসাকে এ পদে বসানোর চেষ্টা চলছিল।

তিনি কেবিন ক্রু ইউনিয়নের সহসভাপতি হওয়ায় প্রভাব খাটাচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে এমন একটি নিয়োগ চিঠি ফাঁস হলে কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং ব্যবস্থাপনা পরিচালকের হস্তক্ষেপে তা স্থগিত হয়।

তবে প্রধান উপদেষ্টার সঙ্গে হাফসার মালয়েশিয়া সফরের মধ্যেই সোমবার আবার নিয়োগপত্র জারি হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং পরদিন তা বাতিল করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে গ্রাহক সেবা পরিদপ্তরের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, “এ ধরনের চিঠির কথা আমার মনে নেই।”

যদিও পরপর দুই দিন তিনি নিজেই চিঠিতে স্বাক্ষর করেছিলেন, তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করেছেন।

বিমানের কর্মীদের অভিযোগ, হাফসা বিগত সরকারের আমলে সব ভিভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালন করতেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আগে স্পেন ও ব্রাজিল সফরের ফ্লাইটেও তার নাম তালিকাভুক্ত ছিল।

তৎকালীন সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত এই কেবিন ক্রুর স্বজনরাও প্রভাবশালী পদে ছিলেন, যার মধ্যে একজন সাবেক রাষ্ট্রদূত এবং আরেকজন সাবেক স্বরাষ্ট্র সচিব। ওই সময় দায়িত্ব পালনে অনিয়ম করলেও তিনি শাস্তি এড়ান। এখন আবার গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।