এক গ্রাহকের নামে ১০টির বেশি সিম নয়, ঘোষণা বিটিআরসি

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৪ মে, ২০২৫, ৬:৫০
এক গ্রাহকের নামে ১০টির বেশি সিম নয়, ঘোষণা বিটিআরসি

একজন গ্রাহক এখন থেকে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই সংখ্যা ছিল ১৫।

শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন, জাতীয় নিরাপত্তা ও দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসি বলছে, “সীমা ১৫ থেকে কমিয়ে ১০ নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে।”

সংস্থার এক কর্মকর্তা জানান, “২০১৭ সালের অক্টোবরে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম রাখতে পারবে বলে সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালের অক্টোবরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের বলা হয়, ১৫টির বেশি সিম থাকলে পছন্দের সিম রেখে বাকি সিমগুলো ডিরেজিস্টার করতে। সেই সময় লটারির মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বন্ধও করা হয়।”

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহক শুধু ১০টি সিম নিবন্ধন করতে পারবেন। অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করা হবে বলে জানায় বিটিআরসি।