এনসিপির ২৪ দফা ইশতেহারে যা আছে

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ২:৫১
এনসিপির ২৪ দফা ইশতেহারে যা আছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার পাঠ করেন।

নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা আবারও শহীদ মিনারে উপস্থিত হয়েছি, একটি নতুন বাংলাদেশের, আমাদের স্বপ্নের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ঘোষণা করতে।”

এনসিপির ২৪ দফার মূল বিষয়গুলো:

১. নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের দাবি
৩. গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. দুর্নীতিমুক্ত সেবামুখী প্রশাসন
৬. জনগণের আস্থাভাজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৭. গ্রাম পার্লামেন্ট চালু ও শক্তিশালী স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম এবং নাগরিক সমাজের বিকাশ
৯. সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
১০. জাতি গঠনে যুগোপযোগী শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তিতে বিপ্লব
১২. ধর্ম-বর্ণ-জাতিসত্তার মর্যাদা প্রতিষ্ঠা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. মানবিক ও কল্যাণকেন্দ্রিক অর্থনীতি
১৫. তারুণ্যের ক্ষমতায়ন ও কর্মসংস্থান
১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন কৌশল
১৭. পরিবেশবান্ধব কৃষি ও খাদ্য নিরাপত্তা
১৮. শ্রমিক ও কৃষকের অধিকার নিশ্চিতকরণ
১৯. জাতীয় সম্পদের টেকসই ব্যবস্থাপনা
২০. পরিকল্পিত নগরায়ণ, পরিবহন ও আবাসন
২১. জলবায়ু সহনশীলতা এবং নদী-সমুদ্র রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা
২৩. বাংলাদেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি
২৪. আধুনিক ও কার্যকর জাতীয় প্রতিরক্ষা কৌশল

ঘোষণার শেষে নাহিদ ইসলাম বলেন, “এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার। আপনাদের ঐক্যবদ্ধ সহযাত্রায় আমরা তা অর্জন করেছি।”

তিনি আরও বলেন, “আজ আবার আমরা এই মিনার থেকে আহ্বান জানাই— আসুন, সবাই মিলে আমাদের ‘সেকেন্ড রিপাবলিক’ গড়ি। এই ২৪ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে সকল নাগরিকের প্রত্যাশার নতুন বাংলাদেশ।”