এপ্রিলে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

গত এপ্রিল মাসজুড়ে দেশের সীমান্ত অঞ্চলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানি ও অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ মে) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি জানায়, চোরাচালানবিরোধী অভিযানে বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১ কেজি ৪৭৮ গ্রাম স্বর্ণ, ২৫ কেজি রুপা, প্রায় ১৫ লাখ পিস আতশবাজি, ৫ লাখ ৩৭ হাজার কসমেটিকস, ৪ হাজার ঘনফুট কাঠ, ১ লাখ ৫৬ হাজার কেজি চিনি, ৪ লাখ ৮১ হাজার চিংড়ি পোনা, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ৮৩২টি গবাদিপশু, ৫০টি মোটরসাইকেলসহ মোটরযান ও নৌযান মিলিয়ে ১১৮টি পরিবহন।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি জি-৩ রাইফেল, একটি এয়ার রাইফেল, একটি দেশীয় পিস্তল, একটি গাদা বন্দুক, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা।
মাদকদ্রব্য হিসেবে জব্দ হয়েছে ৬ লাখ ৬৬ হাজার পিস ইয়াবা, ৩.৮৩ কেজি হেরোইন, ১.৬১ কেজি কোকেন, ৮ হাজার বোতল ফেনসিডিল, ১১ হাজার বোতল বিদেশি মদ, ১ হাজার ৩০৩ কেজি গাঁজা, ২ হাজার বোতল বিয়ার, ৮ বোতল এলএসডি এবং অ্যানেগ্রা-সেনেগ্রাসহ প্রায় ৯০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট।
অভিযানে চোরাচালান ও সীমান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা হয়েছে ৪০০ বাংলাদেশি এবং ১৩ জন ভারতীয় নাগরিককে। বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করায় ফেরত পাঠানো হয়েছে ৪৬৪ জন মিয়ানমার নাগরিককে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন