কলকাতায় জাল নথিপত্রসহ গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল

অভিনেত্রী শান্তা পাল
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে কলকাতার যাদবপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। শহরের বিক্রমগড় অঞ্চলের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে। পুলিশ খতিয়ে দেখছে, তিনি কীভাবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র সংগ্রহ করলেন এবং সেগুলো প্রকৃত না ভুয়া, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড় এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন। তবে বিভিন্ন জায়গায় তিনি ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। এমনকি ঠাকুরপুকুর থানায় সম্প্রতি করা প্রতারণার একটি অভিযোগে যে ঠিকানা তিনি দিয়েছিলেন, সেটিও ছিল ভিন্ন, যা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে।
তদন্তে নেমে শান্তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও একটি বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। তারা এখন খুঁজে দেখছে, এসব তথ্যের ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড কীভাবে সংগ্রহ করেছিলেন। এ বিষয়ে ইউআইডিএআই (UIDAI), ভারতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
শান্তা পেশাগতভাবে একজন মডেল ও অভিনেত্রী। বাংলাদেশের দুটি খ্যাতনামা প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন এবং একাধিক বিউটি কনটেস্টেও অংশ নিয়েছেন। বড় পর্দায় তার অভিষেক হয় ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। তামিল ভাষার ‘ইয়েরালাভা’ নামের একটি ছবিতেও কাজ করেছেন তিনি, যার পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।
এ ঘটনায় কলকাতা পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং শান্তার ভারতীয় নথিপত্র অর্জনের প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন