কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিহত

1 Min Read
সেলিম ভূইয়া। ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মো. সেলিম ভূইয়া (৫৫) নামের এক নেতা মারা গেছেন। সেলিম হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন, তিনি একই গ্রামের আবদুল খালেকের ছেলে। শনিবার (১ ফেব্রুয়ারি) বাঙ্গড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, শনিবার বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূইয়ার সমর্থকরা বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মিসভার আয়োজন করেন। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার সমর্থকরা সভাস্থলের পাশ নিয়ে যাওয়ার পথে তাদের ওপর হামলা করেন আলম ভূইয়ার লোকজন।

তিনি আরো জানান, উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় গফুর ভূঁইয়া গ্রুপের একাধিক নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেলিমকে মৃত ঘোষণা করেন ডাক্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *