নিখোঁজের দুই দিন পর জনতা ব্যাংক কর্মকর্তা জানালেন ‘হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ২:৪২
নিখোঁজের দুই দিন পর জনতা ব্যাংক কর্মকর্তা জানালেন ‘হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’

জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান।

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান বাসায় ফিরেছেন। রোববার সকালে তিনি নিজ বাসায় ফিরে আসেন বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

ওসি বলেন, মুশফিকুর রহমান ভুল করে মোবাইল ফোন বাসায় রেখে বের হয়েছিলেন। পরে তিনি কুয়াকাটায় ঘুরতে যান। তার পরিবার জানিয়েছে, তিনি কুয়াকাটা থেকে ফেরার সময় গাড়ি মিস করায় একদিন পরে ফিরেছেন।

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে মুশফিকুর রহমানের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। এরপর শনিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।

খিলক্ষেত থানার তথ্য অনুযায়ী, জনতা ব্যাংকের মতিঝিল প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে কর্মরত মুশফিকুর রহমান খিলক্ষেত পূর্ব নামাপাড়ার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল ফোন সঙ্গে নেননি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি পাশের মসজিদে যাননি।

মুশফিকুর রহমানের ভাই জিয়াউর রহমান জানান, টানা তিনদিন ছুটি থাকায় তিনি ঘুরতে কুয়াকাটা গিয়েছিলেন। যাওয়ার সময় ভুল করে মোবাইল ফেলে যান। পরে ফেরার গাড়ি মিস করায় একদিন দেরিতে ফিরেছেন। গতকাল বিকেলে আমাদের ফোন করে জানান, এরপর আজ সকালে বাসায় ফিরে আসেন।

ঘটনাটি একটি ভুল–বোঝাবুঝি ছিল বলেও জানান তার ভাই।