‘কোনো বাপই রক্ষা করতে পারবে না’ চাটমোহরে বিএনপি নেতার হুঁশিয়ারি

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও বিএনপি নেতা আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা। তিনি বলেন, “চাটমোহরের যেসব নেতা গত দশ মাস ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, তারা এখনই সতর্ক না হলে তাদের পিঠের চামড়া লাল করে দেওয়া হবে। কোনো বাপই তাদের রক্ষা করতে পারবে না।”
শুক্রবার (১৪ জুন) রাতে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির ৪ নম্বর ওয়ার্ড আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রাজা এসব কথা বলেন।
তিনি বলেন, “আজকের উঠান বৈঠকে সাধারণ মানুষ যাতে না আসে, সেজন্য কিছু নেতা বাধা দিয়েছেন। তারা যদি এতই জনপ্রিয় ও শক্তিমান হন, তাহলে সামনে এসে খেলেন। আমি প্রশাসন দিয়ে না, জনগণ দিয়েই তাদের প্রতিরোধ করব। যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল করে বেড়ায়, তারা কখনো বিএনপির আদর্শিক নেতা হতে পারে না।”
রাজা বলেন, “আমি কারও হুমকি ধামকি ভয় পাই না। যারা আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা নিজেরাই আমার প্রকল্পের পয়সায়, গাড়িভাড়ায়, হাতখরচে রাজনীতি করে বড় হয়েছে। অথচ আজ তারা রাজাকে মাইনাস করতে চায়। তাদের সেই শক্তি, যোগ্যতা বা জনসমর্থন কিছুই নেই।”
তিনি বলেন, “আমি রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শ, ম্যাডাম জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেওয়ার জন্য। আমি রাজনীতি করি দুঃখী, মেহনতি, সাধারণ মানুষের জন্য। মাস্তান, চাঁদাবাজ, টাকার বিনিময়ে নেতৃত্বের জন্য নয়।”
বক্তব্যের এক পর্যায়ে রাজা বলেন, “তোমরা চরিত্রহীন, দুর্নীতিবাজ, লম্পট, সন্ত্রাসী। তোমাদের আমি ভয় পাই না। জনতার শক্তি দিয়েই তোমাদের প্রতিরোধ গড়ে তোলা হবে। গণধোলাই দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা অপরাধে জড়িত থাকবে, তাদের চৌদ্দ শিকের ভেতর ঢুকিয়ে দেওয়া হবে।”
তিনি বলেন, “দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি ৩৬৫ দিন মানুষের পাশে থাকব। আপনারা শুধু অন্যায়ের বিরুদ্ধে আমার পাশে থাকুন। আমরা একসঙ্গে চাটমোহর থেকে সন্ত্রাস, দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি নির্মূল করব।”
ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় আয়োজিত বৈঠকে আরও বক্তব্য দেন ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল করিম, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, যুবদল নেতা আলামিন তালুকদার ও হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী।
আপনার মতামত লিখুন