গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ছয় কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ১২:২৮
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ছয় কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক সহকারী স্থপতিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ অভিযোগে তাদের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—

  • মনিরুজ্জামান মনি, উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর)

  • আবদুল্লা আল মামুন, উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর)

  • মোছা. রাহানুমা তাজনীন, উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর)

  • ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর)

  • মফিজুল ইসলাম, সহকারী প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর)

  • শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি (স্থাপত্য অধিদপ্তর)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মকর্তা মঞ্জুরিকৃত ছুটি ও প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর যথাযথ অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি অনুযায়ী দোষ প্রমাণিত হওয়ায় সরকারি কর্ম কমিশনের মতামত ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাদের বরখাস্ত করা হয়েছে।