গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের পর আবারও একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে। এনসিপির ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, প্রশাসনের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলা সেই চক্রান্তেরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং আওয়ামী দোসরদের মরণকামড় এখন ইন্টেরিম সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোরভাবে দমন না করলে দেশ আবারও অরাজকতার দিকে ধাবিত হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় এখন সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

তিনি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।

দেশের রাজস্ব ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে চালু করা ভ্যাট অনলাইন প্রকল্পটি দুর্নীতির কারণে ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হয়ে উঠেছে। প্রকল্পের নেতৃত্বে থাকা মুহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম, অর্থ লোপাট এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। তার কর্মকাণ্ড শুধু ভ্যাট অনলাইন প্রকল্পকেই ব্যর্থ করেনি, বরং জনগণের করের টাকা লুটপাটের নীরব উদাহরণ হিসেবে স্থান পেয়েছে।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *