গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন
গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান নিউজনেক্সটকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে তুহিনের সঙ্গে ৪-৫ জন যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, নিহত তুহিন একজন গণমাধ্যমকর্মী। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন তুহিন। যদিও তাঁর প্রোফাইল ঘেঁটে এমন কোনো লাইভের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। হত্যার পেছনে কোনো পরিকল্পিত কারণ রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এনসিপি-র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, তুহিন হত্যার কয়েক ঘণ্টা আগে একই পত্রিকার আরেক সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে মারাত্মকভাবে জখম করে বিএনপির কর্মীরা। তিনি এক বিএনপি নেতার চাঁদাবাজির খবর সংগ্রহে ছিলেন বলে দাবি করেন সারজিস।
তার ভাষায়— ‘গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করতে গিয়ে দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির সন্ত্রাসীরা। আর রাতে গাজীপুর চৌরাস্তায় চায়ের দোকানে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা করে সেই চাঁদাবাজ গোষ্ঠী।’
সংশোধনী:
চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, এমন বক্তব্য পাওয়া গেলেও নিহত তুহিনের প্রোফাইল ঘেঁটে এমন কোনো লাইভের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।৮ আগস্ট রাত ১টা ৪৮ মিনিটে তথ্যটি সংশোধন করা হলো।
আপনার মতামত লিখুন