ছেলের প্রেমযাত্রা ঠেকাতে বিমানে মায়ের বোমার গুজব, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ৬:৪৬
ছেলের প্রেমযাত্রা ঠেকাতে বিমানে মায়ের বোমার গুজব, গ্রেপ্তার ৩

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে এমন ভুয়া তথ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টার বেশি সময় তল্লাশি চালাতে বাধ্য করা হয়।

শেষ পর্যন্ত কোনো বোমা না মিললেও এই ঘটনার নাটকীয় পটভূমি উঠে এসেছে র‍্যাবের তদন্তে।

র‍্যাব জানায়, পারিবারিক কলহ থেকেই ঘটনার সূত্রপাত। ছেলে যেন প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু না যেতে পারেন, সেই উদ্দেশ্যে মা নিজেই ফোন করে বিমানটিতে বোমা থাকার তথ্য দেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ফ্লাইট থামিয়ে দেয় এবং টানা তিন ঘণ্টা বোমা ও বিস্ফোরক শনাক্তে তল্লাশি চালানো হয়। সব যাত্রীকে নামিয়ে স্ক্রিনিং করা হয়। শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি।

র‍্যাব ডিজি জানান, তদন্তে বেরিয়ে এসেছে, ফ্লাইটটিতে থাকা এক যাত্রী তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারলে, মা ছেলের বন্ধুর কাছ থেকে ফ্লাইট সংক্রান্ত তথ্য নিয়ে সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে জানান যে, ওই বিমানে বোমা রয়েছে।

‘ছেলেকে কাঠমান্ডু যাওয়ায় বাধা দিতেই এই কৌশল নেওয়া হয়। আমরা ওই কল এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি, বলেন র‍্যাব প্রধান।

বোমা আতঙ্কের ঘটনায় ফ্লাইট বিজি-৩৭৩ তিন ঘণ্টা বিলম্বে রাতে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তল্লাশির সময় বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

র‍্যাব বলছে, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কারণ এমন কর্মকাণ্ড শুধু বিভ্রান্তি ছড়ায় না, বরং জাতীয় নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে।