জাপার মহাসচিব পদে রদবদল: চুন্নুর জায়গায় শামীম পাটোয়ারী

By বিশেষ প্রতিনিধি :

2 Min Read
শামীম হায়দার পাটোয়ারী।

দলীয় অভ্যন্তরীণ টানাপোড়েন ও সম্মেলন ঘিরে উত্তেজনার মধ্যে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে পরিবর্তন এনেছেন চেয়ারম্যান জি এম কাদের। দায়িত্ব থেকে সরানো হয়েছে মুজিবুল হক চুন্নুকে, আর নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় জাতীয় পার্টি। দলের চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য নিশ্চিত করেন।

দলের সাম্প্রতিক অভ্যন্তরীণ বিভাজন এবং সম্মেলন কেন্দ্র করে বিভক্ত দুই শিবিরের উত্তেজনার মধ্যেই এ রদবদল এল। গত ২৮ জুন জাপার জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও মিলনায়তন না পাওয়ার অজুহাতে ১৬ জুন তা স্থগিত করেন জি এম কাদের। তবে দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন একটি অংশ নির্ধারিত তারিখেই সম্মেলন করার ঘোষণা দিয়েছিল, যদিও পরে তারা সিদ্ধান্ত থেকে সরে আসে।

নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী পেশায় আইনজীবী। তিনি গাইবান্ধা-১ আসন থেকে ২০১৮ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের সাধারণ নির্বাচনেও জয় পান। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদের উপদেষ্টা ছাড়াও অতিরিক্ত মহাসচিব ও উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

মহাসচিব হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন মুজিবুল হক চুন্নু। ২০২১ সালের অক্টোবরে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর তাকে ওই পদে নিয়োগ দিয়েছিলেন জি এম কাদের। তবে এবার দলীয় গঠনতন্ত্রের ২০(ক) ধারা অনুযায়ী কারণ দর্শানো ছাড়াই চুন্নুকে সরিয়ে দেওয়া হলো। এই ধারা ঘিরে দলের সিনিয়র নেতাদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে। প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে হঠাৎ এই রদবদলে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *