জিএম কাদেরকে বাদ দিয়ে ঐক্য গড়ল রওশনপন্থি ও আনিসুল–চুন্নু গ্রুপ

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ১:৫৪
জিএম কাদেরকে বাদ দিয়ে ঐক্য গড়ল রওশনপন্থি ও আনিসুল–চুন্নু গ্রুপ

জিএম কাদের, ফাইল ছবি।

জাতীয় পার্টির জি এম কাদেরপন্থি অংশকে বাদ দিয়ে রওশন এরশাদপন্থিদের সঙ্গে ঐক্য করেছে আনিসুল ইসলাম মাহমুদ ও মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বাধীন আরেকটি অংশ। এই ঐক্যবদ্ধ অংশ শনিবার রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে ‘দশম জাতীয় সম্মেলন’ আয়োজন করে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে।

সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করা হয়। কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো-চেয়ারম্যান এবং মো. মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পান। সারাদেশ থেকে আসা প্রায় তিন হাজার কাউন্সিলরের কণ্ঠভোটে এই চার নেতাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে, গত ৭ জুলাই জি এম কাদের আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নুসহ দলের ১০ জন শীর্ষ নেতাকে অব্যাহতি দেন। পরে অব্যাহতিপ্রাপ্ত নেতারা আদালতে গেলে ৩১ জুলাই আদালত জি এম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।

এই পরিস্থিতিতেই জি এম কাদেরকে বাইরে রেখে সম্মেলন আয়োজন করে ঐক্যবদ্ধ আনিসুল–চুন্নু অংশ। এতে রওশন এরশাদপন্থি নেতা কাজী ফিরোজ রশিদসহ অন্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।