জেল থেকে জুমে, ঢাকায় নতুন যুগের বিচার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ঢাকা মহানগরে জঙ্গি, সন্ত্রাসবাদ এবং দুর্নীতির মামলার আসামিদের এখন থেকে আর সরাসরি আদালতে হাজির হতে হবে না। কারাগারে থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা শুনানিতে অংশ নিতে পারবেন। এ লক্ষ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের ২৮ নম্বর এজলাস কক্ষকে ‘ডিজিটাল কোর্ট রুম’ হিসেবে প্রস্তুত করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেন।

আদেশে বলা হয়, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে দায়ের করা গুরুত্বপূর্ণ মামলার আসামিদের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রতিদিন আদালতে আনা-নেওয়া করতে হয়। এতে নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি জনরোষের আশঙ্কাও তৈরি হয়।

আদেশে আরও উল্লেখ করা হয়, “আদালত প্রাঙ্গণে আসামিদের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা দেখা দেয়। এসব পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়।”

এই ঝুঁকি ও চাপ কমাতে আদালত অডিও-ভিডিও বা অন্যান্য ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে সাক্ষ্য ও শুনানির প্রচলিত নির্দেশনার আলোকে ডিজিটাল কোর্ট রুম চালু করেছে।

এখন থেকে ২৮ নম্বর আদালতে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভয়ঙ্কর সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতির মামলার শুনানি পরিচালিত হবে। এতে করে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আরও দক্ষতা আসবে বলে মনে করছে আদালত প্রশাসন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানিয়েছেন, কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে বলা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *