টিসিবি পণ্য পাচারচেষ্টা, চালক আটক

সাভারে সরকারি টিসিবির পণ্য পাচারের সময় একটি পিকআপভ্যানসহ চালককে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোর আড়াইটার দিকে বিরুলিয়া রোড এলাকায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আব্দুস সালামের টিম কালিয়াকৈর থেকে পিকআপচালক মো. লিটন মিয়া (৩৯)–কে আটক করে। আটক গাড়ির নম্বর ঢাকা মেট্রো ন-১৭-৩৭৮৩।
ডিবি জানায়, তল্লাশিতে পিকআপ থেকে সরকারি টিসিবি–মার্কা ১০০ কার্টন সয়াবিন তেল (প্রতি কার্টনে ১৮ লিটার, মোট ১ হাজার ৮০০ লিটার), ৩০ বস্তা আটা (প্রতি বস্তায় ৫০ কেজি, মোট ১ হাজার ৫০০ কেজি), ১৬ বস্তা চিনি (প্রতি বস্তায় ৫০ কেজি, মোট ৮০০ কেজি) এবং ২৭ বস্তা মসুর ডাল (প্রতি বস্তায় ৫০ কেজি, মোট ১ হাজার ৩৫০ কেজি) উদ্ধার করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, অবৈধভাবে টিসিবি পণ্য বিক্রির একটি চক্রের বিরুদ্ধে তাদের কাছে অভিযোগ রয়েছে। এই চক্রের নিয়ন্ত্রণে ২৮টি ডিলারশিপ আছে বলে জানা গেছে। চক্রের হোতা আতিক, সজিবসহ কয়েকজনের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন