টি-টোয়েন্টি সিরিজ ব্যাকফুটে শুরু, বিধ্বস্ত বাংলাদেশ

পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে মাত্র ১৫৪ রানে থেমে যাওয়া মানেই ছিল হার নিশ্চিত—ঠিক সেটাই হলো। জবাবে ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস পাওয়ারপ্লেতেই যে ধ্বংসযজ্ঞ চালালেন, তাতেই শ্রীলঙ্কা তুলে নেয় ৮৩ রান। এরপর কিছুটা ধীরগতির হলেও, ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। টেস্ট আর ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজেও বাজেভাবে শুরু করল বাংলাদেশ।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ভালো শুরু করেছিল দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। পাওয়ারপ্লেতে দল তোলে ৫৩ রান, যেখানে পারভেজ একাই করেন ১৬ বলে ৩৫ রান। কিন্তু এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
তানজিদ ১৬ রানে আউট হওয়ার পর লিটন দাস এলবিডব্লু হন মাত্র ৬ রানে। চেষ্টা করেছিলেন পারভেজ, কিন্তু তিনিও থিকশানার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ২২ বলে ৩৮ রান করে। এরপর হৃদয়, নাঈম ও মিরাজ কিছুটা চেষ্টা করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ইনিংসের শেষদিকে শামীম পাটোয়ারীর ৫ বলে ১৪ রানে ভর করে দল গিয়ে ঠেকে ১৫৪-তে।
জবাবে শুরুর তিন ওভারেই শ্রীলঙ্কা বোঝায়, ম্যাচটা তারা সহজে ছেড়ে দেবে না। সাইফউদ্দিন ও তাসকিনের ওভার থেকে ৩০ রান তুলে নেয় নিসাঙ্কা-মেন্ডিস জুটি। ৪.৪ ওভারেই ওপেনিং জুটিতে আসে ৭৮ রান, নিসাঙ্কা করেন ১৬ বলে ৪২। পাওয়ারপ্লের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৮৩।
এরপর রিশাদ হোসেন কুশল পেরেরাকে ও শামীম পাটোয়ারীর দারুণ ক্যাচে মেন্ডিসকে ফেরান সাইফউদ্দিন। তবে ততক্ষণে মূল কাজ শেষ, মেন্ডিস করেন ৭৩ রান। মাঝপথে বাংলাদেশের হাতে কিছু উইকেট এলেও ম্যাচে আর ফেরার সুযোগ ছিল না।
শেষ পর্যন্ত বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
বাংলাদেশের জন্য শুরুটা হতাশাজনক হলেও সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো আছে। তবে সে জন্য ব্যাটে-বলে চাই আরও বেশি শৃঙ্খলা আর আত্মবিশ্বাস।
আপনার মতামত লিখুন