টেকনাফে ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল

2 Min Read

জাফর আলম, কক্সবাজার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলার টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৯ ও ১০ নং ওয়ার্ডের দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকী।রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে দক্ষিণ শিলখালী মাঠপাড়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আবুল কালামের সভাপতিত্বে মেহেদী হাসানের পরিচালনায় এসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি এডভোকেট হাসান ছিদ্দিকী বলেন, স্বৈরাচারী হাসিনা গণতন্ত্র ধ্বংস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। প্রশাসনকে মানুষের কাছে লেলিয়ে দিয়ে নির্যাতন, গুম, খুন করে ভারতের তাবেদারী করতে ব্যস্ত ছিল। হাজার হাজার কোটি টাকা পাচার করে রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করেছে।

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে বিএনপি শাসন আমলে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, মেরিন ড্রাইভ সড়ক, হোয়াইক্যং- বাহারছড়া সড়ক, টেকনাফ কলেজ, টেকনাফ স্থলবন্দরসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নতির কথা তুলে ধরেন।বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, টেকনাফ উপজেলা মৎস্যবীজী দলের সভাপতি জালাল উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাইয়ূম, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আহবায়ক সাবের আহমদ, সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ন আহবায়ক মামুন অর রশিদ বাহাদুর, যুবদলের আহবায়ক সেলিম উল্লাহ, সদস্য সচিব জয়নাল আবেদীন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার পাশা প্রমূখ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *