টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র-ইয়াবা-চাইনিজ কুড়াল উদ্ধার

জাফর আলম, কক্সবাজার:
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ৬:৫৫
টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র-ইয়াবা-চাইনিজ কুড়াল উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে নৌবাহিনী ও র‍্যাব। সোমবার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী, মিনাবাজার ও টেইলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেয় নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট ও র‍্যাব-১৫ (সিপিসি-১, টেকনাফ)।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মো. সালেহ নামের এক ব্যক্তির বাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি চাইনিজ কুড়াল, আর্মড পুলিশ ব্যাটালিয়নের শীতের জ্যাকেট ও ক্যাপ এবং একটি মেগাফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।