ডিপজল ও ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক :
প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ৮:৪২
ডিপজল ও ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারী মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ মামলা দায়ের করেন রাশিদা আক্তার (৩৫) নামের এক নারী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২ জুন রাজধানীতে কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের খবর পেয়ে রাশিদা আক্তার তার একজন ভক্ত হিসেবে তার সঙ্গে দেখা করতে যান। সেখানে উপস্থিত হয়ে ডিপজলের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি তার ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন, এই মহিলা এখানে কীভাবে ঢুকেছে, বের করে দাও।

এরপর ডিপজলের পিএস ফয়সালসহ সেখানে থাকা আরও ৮ থেকে ১০ জন মিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। তারা রশি দিয়ে টেনে-হিঁচড়ে তাকে হাট এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

রাশিদা আক্তার অভিযোগ করেন, তিনি আহত অবস্থায় বলেন, আমাকে ছেড়ে দাও, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার চাই। এ সময় পিএস বলেন, ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে। এভাবে মারলেই মন ভরবে না।

এজাহারে আরও বলা হয়েছে, ডিপজলের পিএসের নির্দেশে একজন একটি ছোট গ্যালন নিয়ে আসে এবং সেটির তরল পদার্থ বাদীর ঘাড়ে ঢেলে দেয়। এতে তিনি তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং কান্নাকাটি করতে করতে বাসায় ফিরে যান।

পরবর্তীতে ৪ থেকে ১১ জুন পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন।

বাদী আরও দাবি করেন, ১২ জুন তিনি মামলা করতে গেলে ডিপজলের পিএস তাকে ফোন করে মামলা না করার জন্য হুমকি দেন।