তিমুরের জালে বাংলাদেশের ৮ গোল

স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ৪:৫০
তিমুরের জালে বাংলাদেশের ৮ গোল

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে গোলবন্যায় ভাসিয়েছে। আফঈদারা একে একে তিমুরের জালে ৮ গোল ধাবিয়ে দিয়েছে। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী, আর দুর্দান্ত একটি অলিম্পিক গোল করেছেন শান্তি মার্ডি।

শুক্রবার ভিয়েনতিয়েনের নিও লাওস স্টেডিয়ামে ম্যাচ শুরু থেকে বাংলাদেশী খেলোয়াড়রা পূর্ব তিমুরের ওপর প্রভাব বিস্তার করে। ম্যাচের ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে অসাধারণ হেড গোল করেন সিনহা জাহান শিখা। ৩২ মিনিটে কর্নার থেকে সরাসরি অলিম্পিক গোল করে নজর কেড়েছেন শান্তি মার্ডি। এরপর ৩৬ মিনিটে শান্তির কর্নার থেকে গোল করেন ফরোয়ার্ড নবিরন খাতুন। প্রথমার্ধের শেষ দিকে তৃষ্ণা রানীর গোলে স্কোর দাঁড়ায় ৪-০। এই স্কোর নিয়ে বিরতির জন্য মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। এই সময় তারা আরও ৪ গোল করে। ৫৭ মিনিটে তৃষ্ণা রানী নিজের দ্বিতীয় গোল করেন। ৭৩ মিনিটে সাগরিকা একক প্রচেষ্টায় তিমুরের ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে দুর্দান্ত গোল করেন। ৮৩ মিনিটে সাগরিকার পাস থেকে হ্যাটট্রিক সম্পন্ন করেন তৃষ্ণা রানী। ম্যাচের শেষ মুহূর্তে মুনকি আক্তার গোল করে স্কোর ৮-০ করেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০৪তম অবস্থানে থাকলেও, পূর্ব তিমুর অনেক পিছিয়ে ১৫৮তম স্থানে রয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল, যেখানে মোসাম্মত সাগরিকা জোড়া গোল করেন এবং মুনকি আক্তারের কাছ থেকে একটি গোল আসে।

দুই জয়ে বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া লাওসের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে, যেটি গ্রুপ ‘এইচ’র ভাগ্য নির্ধারণ করবে। চলতি বাছাইপর্ব অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিন রানার্স-আপ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।