সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের জন্য ইসির নতুন আচরণবিধি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ১২:৩৫
সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের জন্য ইসির নতুন আচরণবিধি

ভোটের সময় গণমাধ্যমকর্মীরা কী করতে পারবেন আর কী পারবেন না, তা নির্ধারণ করে নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ শিরোনামের এই নির্দেশনায় বিশেষ করে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার এবং গোপন কক্ষে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বুধবার এই নীতিমালা জারি করে নির্বাচন কমিশন জানায়, প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিদেশি সাংবাদিকদের যথাযথ কার্ড ও যানবাহনের স্টিকার দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই নির্দেশনা জারি করা হলেও এটি সব ধরনের নির্বাচন—জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

কী করা যাবে:

  • বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
  • প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ করা যাবে।
  • ভোট গণনার সময় উপস্থিত থাকা ও ছবি তোলা যাবে।

 কী করা যাবে না:

  • গোপন কক্ষে ছবি বা ভিডিও ধারণ করা যাবে না।
  • একসঙ্গে দুজনের বেশি সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না; একবারে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত ভেতরে অবস্থান করা যাবে।
  • ভোটকক্ষের ভেতরে কোনো প্রকার সাক্ষাৎকার (ভোটার, কর্মকর্তা বা এজেন্ট) নেওয়া যাবে না।
  • ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার বা ফেসবুক লাইভসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না।
  • সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষের বাইরে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
  • ভোট গণনার সময় সরাসরি সম্প্রচার নিষিদ্ধ।

নতুন নীতিমালার উদ্দেশ্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গোপন ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের ভূমিকাকে দায়িত্বশীল ও পেশাগত মানদণ্ডে পরিচালিত করা বলে জানিয়েছে নির্বাচন কমিশন।