নলছিটিতে খালে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৩ মে, ২০২৫, ১২:৩৬

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব পাওতা গ্রামে খালে পড়ে আদুরী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত আদুরীর বাবা জসিম হাওলাদার ও মা কলি বেগম।
স্থানীয়রা জানান, খেলার সময় পরিবারের অজান্তে বাড়ির পাশের খালে পড়ে যায় আদুরী। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে খাল থেকে উদ্ধার করে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইলিয়াস হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন