নাজিরপুরে বহিষ্কৃত নেতার পক্ষে এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক মোঃ ইস্রাফিল হাওলাদারের বিরুদ্ধে পত্রিকায় নিউজ প্রকাশ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে গনমানববন্ধন করেছে এলাকাবাসী।
১৫ মে বৃহস্পতিবার সকাল ১০ নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর বাজারে এই গনমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ মে দৈনিক আমার দেশ পত্রিকা, কিছু স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তার বড় ভাই সেখমাটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: এজাবুল হাওলাদারের বিরুদ্ধে জামায়াত নেতার দোকান দখল করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রচারের প্রতিবাদে ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় জনগন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয় কুদ্দুস আলী সেখ বলেন, পত্রিকায় যে নিউজ হয়েছে সেটার তথ্য সঠিক নয়। এই ঘরটি কোন জামায়াত নেতার নয়, ঘরটি আওয়ামীলীগের ওয়ার্ড সেক্রেটারি ওবায়দুলের। নাজিরপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের গ্রন্থ ও পাঠাগার সম্পাদক সাবেক ছাত্রশিবির কর্মী মো: ফরিদ বলেন, আমি একজন সাবেক শিবির কর্মী হিসেবে আমি যতটুকু জানি এটা কোন জামায়াত কর্মীর ঘর নয় এটা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুলের ঘর।
বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মো: ইস্রাফিল হাওলাদার বলেন, আমি দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে জাতীয়তাবাদী পরিবারের সাথে আছি। আমার রাজনৈতিক জীবনে সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকেছি। আমি আওয়ামী প্রতিহিংসার শিকার হয়ে ৪ টি মিথ্যা মামলায় আসামি হয়েছি ও দুই দফা ৬০ দিন কারাবরন করেছি। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু আওয়ামী দোসর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি আমার রাজনৈতিক সিনিয়রদের প্রতি প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে উদঘাটন করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান।
আপনার মতামত লিখুন