শিগগিরই দেশে আসছেন শাবনূর

নায়িকা শাবনূর।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরা নিয়ে আবারও আলোচনায়। গত বছর ধুমধাম করে ছবিটির শুটিং শুরু হলেও অল্প কিছু কাজের পরই থমকে যায় এর অগ্রগতি। শাবনূর মে মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরে যাওয়ার পর থেকেই কাজ বন্ধ হয়ে আছে।
প্রথমে ঘোষণা ছিল গত বছরের ৮ আগস্ট থেকে আবার শুটিং শুরু হবে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সে সময় দেশে ফিরতে পারেননি এই অভিনেত্রী। ফলে শুটিংও পিছিয়ে যায়। এরপর সময় গড়াতে থাকলে শুরু হয় নানা গুঞ্জন। কারও দাবি ছিল, পারিশ্রমিক নিয়ে বিরোধের কারণে ‘রঙ্গনা’ থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। আবার কেউ বলেছে, পরিচালক আরাফাত হোসেনের সঙ্গে শর্ত নিয়ে মতানৈক্য হওয়ায় ছবিটি ছেড়ে দিয়েছেন তিনি।
তবে এসব গুজবের জবাব দিয়েছেন শাবনূর নিজেই। ফেব্রুয়ারিতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার সিনেমা সম্পর্কিত কোনো খবর আমার মুখ থেকে না শোনা পর্যন্ত গুজবে কান দেবেন না এবং অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হবেন না।
এমন বক্তব্যের পর কয়েক দফা নতুন করে শুটিং শুরুর তারিখ ঘোষণা হলেও বাস্তবে ক্যামেরা চালু হয়নি। তবে এবার পরিচালক আরাফাত হোসেন আশাবাদী। তিনি বলেন, অনেকে বলছেন ‘রঙ্গনা’র শুটিং আর হচ্ছে না। এটি সম্পূর্ণ ভুল। নতুন পরিকল্পনায় আমরা এগোচ্ছি। শিগগিরই শাবনূর আপা দেশে ফিরবেন।
পরিচালক আরও জানান, দেশের গরম কমলে শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হবে। শাবনূরের ছেলের স্কুল বন্ধ হলেই তিনি দেশে আসবেন। তখনই পুরোদমে শুরু হবে ‘রঙ্গনা’র স্থগিত শুটিং।
আপনার মতামত লিখুন