নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের গোলাগুলি

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকবাহী বাসে প্রাণঘাতী হামলার মাত্র দু’দিনের মাথায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সামরিক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, পাকিস্তানি সেনারা সীমান্ত পেরিয়ে ভারতের কয়েকটি চৌকির দিকে হালকা অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। ভারতীয় বাহিনীও ‘উপযুক্ত জবাব’ দেয় বলে দাবি করা হয়।
তবে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি।
এর আগে মঙ্গলবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। নিহতদের মধ্যে একজন নেপালি ও পশ্চিমবঙ্গের তিনজন বাঙালিও রয়েছেন। এই হামলার জন্য কোনো প্রমাণ না দিয়েই পাকিস্তানকে দায়ী করে কড়া অবস্থান নেয় ভারত সরকার। ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’—অর্থাৎ সাজানো হামলা হিসেবে বর্ণনা করেছে।
আরও পড়ুন : ফলস ফ্ল্যাগ অপারেশন: ষড়যন্ত্র না কৌশল? ইতিহাস কী বলে
আপনার মতামত লিখুন