পরমব্রত-পিয়ার ঘর আলো করে এলো পুত্রসন্তান

By বিনোদন ডেস্ক :

1 Min Read

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ঘরে এসেছে নতুন অতিথি। জামাইষষ্ঠীর বিশেষ দিনে, রোববার (১ জুন) তার স্ত্রী পিয়া চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন পরমব্রত-পিয়ার ঘনিষ্ঠ বন্ধু রত্নাবলী রায়। তিনি ভারতীয় গণমাধ্যমকে জানান, পরম-পিয়ার ঘরে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। পরমব্রত নিজেও জানিয়েছেন, মা ও ছেলে—দুজনেই সুস্থ আছেন।

নতুন অতিথির আগমনের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন পরমব্রত-পিয়া, যেমন অধীর আগ্রহে ছিলেন তাদের অনুরাগীরাও। চলতি মাসের ২৭ জুন পরমব্রতের জন্মদিন। এর আগে এক সাক্ষাৎকারে পিয়া ইঙ্গিত দিয়েছিলেন, বাবা ও ছেলের জন্ম হতে পারে একই মাসেই। সেই পূর্বাভাস সত্যি করে রবিবার সকালে তাঁদের ঘর আলো করে এল নতুন জীবন।

সন্তান জন্মের খবরে পরিবার, ঘনিষ্ঠজন ও অনুরাগীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও গত কিছুদিন ধরেই পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন পরমব্রত। ফেব্রুয়ারিতে তাঁরা তাদের পরিবারের নতুন অতিথি আসার খবরটি জনসাধারণের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

২০২৩ সালের শেষের দিকে, প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পরমব্রত ও পিয়া গাঁটছড়া বাঁধেন। সন্তান আগমনের আগে থেকেই তাঁরা ছিলেন দারুণ উচ্ছ্বসিত, ভবিষ্যতের জন্য নানা পরিকল্পনাও করেছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *