পররাষ্ট্র সচিব জসীমসহ ছয় সাবেক সচিবের অফিসার্স ক্লাব সদস্যপদ স্থগিত

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন, ছবি - সংগৃহীত।
নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ ছয় সাবেক কর্মকর্তার সদস্যপদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।
সোমবার (১২ মে) ক্লাবের সাধারণ সম্পাদকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্ত এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সদস্যপদ নৈতিক স্খলনের কারণে স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া সদস্যদের মধ্যে বর্তমানে কেবল পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনই কর্মরত। বাকি পাঁচজন ইতোমধ্যে অবসরে গেছেন। তারা হলেন— এম এ কাদের, মো. জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক, মো. আনিসুর রহমান এবং মো. সিরাজুল হক খান।
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্বে আছেন। তার আগে তিনি রাষ্ট্রদূত হিসেবে চীন, কাতার ও গ্রিসে দায়িত্ব পালন করেছেন।
আপনার মতামত লিখুন