পিরোজপুরে জামায়াতের গণসংযোগে নেতৃত্বে মাসুদ সাঈদী

By নিজস্ব প্রতিবেদক,পিরোজপুর:

1 Min Read

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সদরে শুক্রবার (২৫ এপ্রিল) দাওয়াতি কার্যক্রম ও সহযোগী সদস্য সংগ্রহে মাঠে নামে জামায়াত নেতারা।

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদীর নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় মাসুদ সাঈদী বলেন, “আমরা দেশের প্রতিটি প্রান্তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমরা একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। এ জমিনে আল্লাহর বিধান কায়েম করাই আমাদের লক্ষ্য।”

তিনি দাবি করেন, জামায়াতের চলমান কর্মসূচিতে অন্যান্য ধর্মের শতাধিক মানুষ সহযোগী সদস্য ফরম পূরণ করেছেন, যা প্রমাণ করে যে জনগণ জামায়াতকে সাদরে গ্রহণ করছে।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের সভাপতি মাওলানা ইসহাক আলীসহ জেলা ছাত্রশিবির ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *