পিরোজপুরে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

দুই দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখার সদস্যরা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করেন তারা।
কর্মবিরতি চলাকালে সংগঠনের নেতারা বলেন, বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন এবং অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের অংশ হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান করতে হবে।
তারা আরও বলেন, বর্তমানে জুডিসিয়াল সার্ভিসের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডের অন্তর্ভুক্তির দাবি জানানো হচ্ছে। একইসাথে বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী নতুন পদ সৃষ্টির মাধ্যমে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা প্রয়োজন।
কর্মবিরতিতে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মাসুদ খান, সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম, সহ-সভাপতি সোহেল রানা ও আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম মিঠু এবং মো. মাইনুল ইসলাম প্রমুখ।
এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন