পুঁজিবাজারে দরপতন অব্যাহত, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

By বিশেষ প্রতিনিধি, ঢাকা:

1 Min Read

দেশের শেয়ারবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমেছে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। একইসঙ্গে প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ নেমে এসেছে ছয় মাস আগের অবস্থানে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজকের লেনদেন হয়েছে মাত্র ২৯১ কোটি ৭ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১৬২ কোটি ৭২ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার। এর ফলে চলতি বছরের ২৬ ডিসেম্বরের পর এটাই ডিএসইর সর্বনিম্ন লেনদেন।

সূচকের দিক থেকেও বাজারে পতনের ধারাবাহিকতা বজায় রয়েছে। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আজ ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯৩৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসই-৩০’ সূচক ৬ পয়েন্ট কমে ১,৮২৪ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ পয়েন্ট কমে লেনদেন শেষ করে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও একই চিত্র দেখা গেছে। সিএসইর প্রধান সূচক ‘সিএএসপিআই’ আজ ৩০ পয়েন্ট কমে নেমে এসেছে। সেখানে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির সামষ্টিক চাপ, বিনিয়োগ অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থা ক্রমাগত ক্ষুণ্ণ হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় বাজার নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *