পোপ ফ্রান্সিস আর নেই, ভ্যাটিকানের আনুষ্ঠানিক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ৮:৩৫
পোপ ফ্রান্সিস আর নেই, ভ্যাটিকানের আনুষ্ঠানিক ঘোষণা

বিশ্বব্যাপী খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। আজ সোমবার সকালে ভ্যাটিকানের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভ্যাটিকানের ক্যামেরলেঙ্গো কার্ডিনাল কেভিন ফ্যারেল বার্তা সংস্থা এপিকে জানান, রোমের বিশপ ফ্রান্সিস আজ সকালে পিতার গৃহে ফিরে গেছেন।

তিনি আরও বলেন, পোপ ফ্রান্সিসের জীবন ছিল ঈশ্বর ও গির্জার প্রতি নিখাদ সেবার প্রতীক।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস ২০১৩ সালে রোমান ক্যাথলিক গির্জার ২৬৬তম পোপ হিসেবে নির্বাচিত হন। আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্ম নেওয়া জর্জ মারিও বারগোলিও ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তাঁর নেতৃত্বে গির্জায় এসেছে বহু সংস্কার, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ, পরিবেশ সুরক্ষা, এবং প্রান্তিক জনগণের অধিকার নিয়ে সরব ছিলেন তিনি। নারী ও যুবকদের ক্ষমতায়নেও পোপ ফ্রান্সিসের দৃঢ় অবস্থান ছিল।

গত ১৪ ফেব্রুয়ারি, ব্রঙ্কাইটিস ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে রোমের অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর উভয় ফুসফুসে নিউমোনিয়া শনাক্ত হয়। প্রায় পাঁচ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মার্চের শেষে ভ্যাটিকানে ফেরেন তিনি।

তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া শুরু হবে

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিক গির্জার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটলো। নিয়ম অনুযায়ী, ভ্যাটিকান এখন নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ আহ্বান করবে। বিশ্বের কার্ডিনালদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে গির্জার পরবর্তী পোপ নির্বাচিত হবেন।

বিশ্বজুড়ে ধর্মপ্রাণ খ্রিস্টানরা শোক প্রকাশ করছেন। জাতিসংঘসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ইতোমধ্যে গভীর শোকবার্তা পাঠিয়েছেন।