ফ্যাসিবাদ রোধে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ১২:২১
ফ্যাসিবাদ রোধে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের আহ্বান তারেক রহমানের

ফ্যাসিবাদী শাসন যাতে আর ফিরে না আসে, সে জন্য জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “গণতন্ত্র না থাকলে দেশে কেউ নিরাপদ নয়। মতভেদ থাকবেই, কিন্তু জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ৫ আগস্টের ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়ে বলেন, “এই ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। এটি একটি গণতান্ত্রিক রূপান্তরের সূচনা এবং জনগণের ইচ্ছার প্রতিফলন।”

তারেক রহমান আরও বলেন, “আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ হবে। এই ঐতিহাসিক মুহূর্তের জন্য দেশের জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।”

তিনি স্মরণ করিয়ে দেন, “ফ্যাসিবাদী শাসনামলে কেউই নিরাপদ ছিল না। আমার সন্তান যেমন ছিল না, আপনাদের সন্তানও নয়। আমাদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।”

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দলীয় পরিচয় যেমনই হোক না কেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কারণ এই লড়াই কেবল বিএনপির নয়, এটি বাংলাদেশের সব মানুষের।”