বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চারবার কেঁপে উঠল ভূ-গর্ভ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ৮:০১

বঙ্গোপসাগরে মঙ্গলবার রাতে দেড় ঘণ্টার ব্যবধানে পরপর চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং হতাহতের খবরও পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি রেকর্ড করা হয় রাত পৌনে ১০টার দিকে। এর উৎপত্তি ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে, সমুদ্রতলের প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা ছিল ৫.০।
এরপর কাছাকাছি এলাকায় আরও তিনটি ভূমিকম্প হয়— যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫.০, ৪.৯ এবং ৪.৬। শেষটি অনুভূত হয় রাত সোয়া ১১টার দিকে।
তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। সতর্কতাও তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি বাংলা
আপনার মতামত লিখুন