বনানীতে সিসা বারের সিঁড়িতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত একটি সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।
বনানী থানার ওসি রাসেল সারওয়ার জানান, প্রাথমিকভাবে জানা গেছে—হামলাকারীরা রাব্বির পরিচিত ছিল। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। নিহতের ভগ্নিপতি দেলোয়ার হোসেন জানান, রাব্বি পরিবার নিয়ে মহাখালী হাজারীবাড়ী এলাকায় থাকতেন।
বুধবার রাতে তিনি বনানীর ১১ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যান। ভোরে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। বন্ধু ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানার এসআই আমজাদ হোসেনের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, নিহতের বাম উরু ও ডান কনুইয়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আপনার মতামত লিখুন