বরিশালের আকাশে আবার উড়বে জাতীয় পতাকাবাহী বিমান

রানা সন্যামত, বরিশাল ব্যুরো :
প্রকাশ: ১ আগস্ট, ২০২৫, ৩:৫৮
বরিশালের আকাশে আবার উড়বে জাতীয় পতাকাবাহী বিমান

ড্যাশ ৮ কিউ-৪০০

বরিশালের আকাশে আবারও উড়তে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। উড়োজাহাজ সংকটের কারণে গত ২৫ জুলাই থেকে বরিশাল রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এর আগের দিন ২৪ জুলাই বিকেলে শেষ ফ্লাইটে বিপুল যাত্রী ভ্রমণ করার পরই এ সেক্টরের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়।

তবে নতুন করে আগামী ৮ আগস্ট থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান।

সপ্তাহে দুদিন—শুক্রবার ও রবিবার—ঢাকা-বরিশাল রুটে চলবে ৭৪ আসনের ‘ড্যাশ ৮ কিউ-৪০০’ মডেলের উড়োজাহাজ।

ইতিপূর্বে বৃহস্পতিবার বিকেলেও বরিশাল সেক্টরে ফ্লাইট পরিচালিত হতো। স্থানীয় যাত্রীরা সেই ফ্লাইট পুনরায় চালুর দাবি জানিয়ে আসছেন।

বরিশালের একাধিক ট্রাভেল এজেন্সি ও যাত্রীদের মতে, সপ্তাহের মাঝামাঝি দিনে (বৃহস্পতিবার) ফ্লাইট থাকলে যাতায়াতে সুবিধা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশাল সেক্টরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বৃহস্পতিবারের বিকেলের ফ্লাইটটি যাত্রীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক আগেই জানিয়েছিলেন, উড়োজাহাজ সংকটের কারণে বরিশালসহ আরও দুটি রুটে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। তবে খুব শিগগিরই ফ্লাইট আবার চালু হবে।

ফ্লাইট পরিচালনার সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বরিশাল সেক্টর থেকে ফ্লাইট পুরোপুরি বাতিল করার কোনো পরিকল্পনা নেই। কমপক্ষে দুটি উড়োজাহাজ প্রস্তুত থাকলেই ফ্লাইট চালু সম্ভব হবে।

বৃহস্পতিবারের ফ্লাইট পুনরায় চালুর সম্ভাবনার বিষয়ে তিনি জানান, যাত্রীদের চাহিদা বিবেচনায় রেখে আমরা সব দিক থেকে চেষ্টা করছি, তবে উড়োজাহাজ সংকটের কারণে আপাতত সীমিতভাবে ফ্লাইট চালানো হচ্ছে।

জানা গেছে, অভ্যন্তরীণ রুটে ব্যবহারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে পাঁচটি ‘ড্যাশ ৮ কিউ-৪০০’ মডেলের উড়োজাহাজ।

এর মধ্যে দুটি বর্তমানে চলাচলের অনুপযুক্ত এবং বাকি তিনটির মধ্যে দুটির পূর্ণাঙ্গ মেরামতে এক মাসের বেশি সময় লাগতে পারে।

ফলে সংকটকালীন পরিস্থিতিতে সীমিত ফ্লাইটই পরিচালনা করছে সংস্থাটি।

বরিশালের যাত্রীসাধারণ আশা করছেন, দ্রুত মেরামত শেষ করে স্বাভাবিক ফ্লাইট পুনর্বহাল করবে জাতীয় পতাকাবাহী এই সংস্থা।