বরিশাল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন উপাচার্যের

অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, ছবি - নিউজনেক্সট।
দীর্ঘ ২৯ দিন শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অবশেষে অপসারণ করা হয় গত ১৩ মে। একইসঙ্গে পদ ছাড়েন উপ-উপাচার্য ও ট্রেজারার। এর পরদিনই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর উপাচার্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। বিশ্ববিদ্যালয়ের মান, মর্যাদা ও র্যাংকিং আরও উন্নত করতে কাজ করব।”
তিনি বলেন, “সৌহার্দ্যপূর্ণ ও অংশগ্রহণমূলক প্রশাসন গঠনে আমি অঙ্গীকারবদ্ধ। যেহেতু আমি বাইরের একজন, তাই সমস্যাগুলো জানতে প্রতিটি বিভাগের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করব।”
তিনি আরও জানান, যে কেউ যে কোনো বিষয়ে তার সঙ্গে দেখা করতে পারবে এবং সব ধরনের মতামত ও সমস্যার ব্যাপারে তিনি উন্মুক্ত থাকবেন।
পরে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য তালাবদ্ধ উপাচার্য ভবনের তালা খুলে দেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দপ্তরের তালা খোলার দাবিও তার হাতে তুলে দেন।
নতুন উপাচার্যের আগমন এবং ইতিবাচক মনোভাব শিক্ষার্থীদের মধ্যে আশার আলো জাগিয়েছে। তারা আশা করছেন, ড. তৌফিক আলমের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে—শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক দিক থেকে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে নতুন উচ্চতায়।
আপনার মতামত লিখুন