টানা ২৮ দিন ধরে চলা আন্দোলন ও ২৪ ঘণ্টার অনশন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাতে এ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য ড. শুচিতা শরমিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম বিষয়টি নিউজ নেক্সট বাংলাদেশকে নিশ্চিত করেন। তিনি জানান, “তিনজনকেই অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।”
এ.এস.এম. কাসেমের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(২) ধারা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৩.০৯.২০১৪ তারিখের প্রজ্ঞাপনের ৩ নম্বর শর্ত অনুযায়ী, ড. শুচিতা শরমিন, অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হলো।”
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সরকার ‘নস্বার্থে’ এ আদেশ জারি করেছে।
