বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছেলে

By বেতাগী (বরগুনা) প্রতিবেদক:

2 Min Read

বাড়ির উঠোনে বাবার লাশ। এলাকাবাসী আর স্বজনদের কান্নার মাতম। রাতে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন বাবা। আর সকালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ছেলেকে। তাই বাবার লাশ বাড়িতে রেখে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন খাইরুল ইসলাম বেপারী।

বুধবার (২৩ এপ্রিল) সকালে বাড়িতে বাবার লাশ রেখে খাইরুল ইসলাম বেপারী বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের বিবিচিনি নিয়ামতি যুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

খাইরুল ইসলাম বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবার নাম আমজেদ বেপারী। তিন ভাই-বোনের মধ্যে খাইরুল ইসলাম সবচেয়ে ছোট। তাঁদের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ০৫ ওয়ার্ডের ভাগলেপাড় গ্রামে।

আজ সকালে বাবার লাশ বাড়িতে রেখেই খাইরুল ইসলাম পরীক্ষা দিতে যায় বিবিচিনি নিয়ামতি যুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে। সে ০৬ নম্বর কক্ষে পরীক্ষা দেয়। পরে বেলা ১১টার দিকে তাঁর বাবার দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমি খাইরুল ইসলামের বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।’

বেতাগী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘খাইরুল ইসলাম পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবার মৃত্যুর পরেও সে আজ আইসিটি পরীক্ষা দিয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, ‘খাইরুল ইসলামের বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সব কটি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালো ফল করে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে।’

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *