সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন ও গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে ডিবির একটি দল অভিযান চালিয়ে সাবেক এই নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করে।
এর আগে গত রবিবার (২২ জুন) সন্ধ্যায় উত্তরা থেকে আরেক সাবেক সিইসি কে এম নূরুল হুদাকেও গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।
একইদিন সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তৎকালীন নির্বাচন কমিশনকে দায়ী করা হয়।
মামলায় তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।
এই মামলার প্রেক্ষিতেই একে একে গ্রেপ্তার হচ্ছেন সাবেক নির্বাচন কমিশনাররা।
‘জনতা’র হাতে সাবেক সিইসি লাঞ্ছিত, বিএনপির মামলায় পুলিশ হেফাজতে
সাবেক সিইসি নূরুল হুদা লাঞ্ছনা: স্বেচ্ছাসেবক দলের হানিফ মিয়া আটক
নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী নয়: রিমান্ড শুনানিতে সাবেক সিইসি
