বেতাগীতে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

By বেতাগী (বরগুনা) প্রতিবেদক :

2 Min Read

ভূমি সংক্রান্ত সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধে জনগণকে উৎসাহিত করতে বরগুনার বেতাগীতে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি। শনিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই র‍্যালিতে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ।

র‍্যালিপর্বে অংশগ্রহণকারীরা “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” – এই স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এতে ভূমি মালিকদের সময়মতো কর পরিশোধ ও সঠিক দলিল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা রাজস্ব প্রশাসন জানায়, এই র‍্যালির মাধ্যমে শুরু হলো বেতাগীতে আয়োজিত ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক কার্যক্রম। মেলায় নাগরিকদের জন্য ই-নামজারি, খতিয়ান ও ম্যাপ সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবাসমূহ সরাসরি প্রদান করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ভূমি-সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য ১৬১২২ হেল্পলাইন, ভূমি মন্ত্রণালয়ের ফেসবুক পেজ (facebook.com/land.gov.bd) এবং মোবাইল অ্যাপ ব্যবহারের জন্য নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও +88 09 6123 16122 নম্বরে ফোন করে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।

উপজেলা প্রশাসন ভূমি মেলায় সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই মেলার মাধ্যমে ভূমি সেবা গ্রহণ আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *