ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই পাকিস্তানে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ১০ মে, ২০২৫, ৮:১৫

ভারতের সঙ্গে চলমান যুদ্ধ-উত্তেজনার প্রেক্ষাপটে ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকাল ১০টা ৮ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি)।
পিএমডির বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩০ কিলোমিটার গভীরে। মূলত রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া, আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তানে কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিকভাবে পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় মাঝেমধ্যেই মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
আপনার মতামত লিখুন