ভারি বৃষ্টির আভাস ও বন্যার সতর্কতা

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ২:৫৮
ভারি বৃষ্টির আভাস ও বন্যার সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বহু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমবে, রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পাবে।

বৃষ্টিপাত বৃদ্ধির কারণে ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন এলাকা এবং রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকার কিছু নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে বুধবার সকাল ৬টায় লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে বায়ুচাপের তারতম্য প্রবল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় সর্বোচ্চ ১৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি ইতিমধ্যে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় ধরলা ও দুধকুমারের পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে পরবর্তী দুই-তিন দিনে পানির স্তর কমতে পারে।

গঙ্গা নদীর পানি আগামী দুদিন স্থিতিশীল থাকতে পারে, এরপর কমতে পারে। অন্যদিকে পদ্মার পানি পরবর্তী তিন দিন বাড়বে এবং সতর্কসীমা ছুঁতে পারে। ব্রহ্মপুত্র-যমুনার পানিও আগামী তিন দিন বৃদ্ধি পাবে।

এ ছাড়া রাজশাহী ও রংপুর অঞ্চলের মহানন্দা, করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সিলেট-ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বাড়ছে এবং শিগগিরই সতর্কসীমা অতিক্রম করতে পারে। উপকূলীয় বরিশাল, খুলনা ও চট্টগ্রামে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।