ভ্যান চালক বন্ধুকে হত্যার পর মরদেহ ভাসিয়ে দেয় দুই বন্ধু

সজল মাহমুদ, রাজশাহী : 
প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ৮:৫১
ভ্যান চালক বন্ধুকে হত্যার পর মরদেহ ভাসিয়ে দেয় দুই বন্ধু

গর্ভবতী স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বন্ধুকে হত্যা করে তার ভ্যান চুরি করেছে দুই দুর্বৃত্ত। রাজশাহীতে এই মর্মান্তিক ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, নিহত জিহাদ একজন ভ্যানচালক। ঘনিষ্ঠ বন্ধু সাগর প্রামানিক ও সুলতান প্রামানিকের সঙ্গে তিনি প্রায়ই আড্ডা দিতেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, সাগরের স্ত্রী গর্ভবতী। তার চিকিৎসা খরচ জোগাতে না পেরে সাগর বন্ধু সুলতানের সঙ্গে মিলে জিহাদের ভ্যান ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, গত ৩০ জুলাই সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম বাজারে জিহাদকে চেতনা নাশক দ্রব্য খাওয়ানো হয়। অচেতন হয়ে পড়লে তাকে চলনবিলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়।

পরদিন ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে নাটোরের সিংড়ার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। শুক্রবার রাতে সিংড়া থেকে সাগর প্রামানিক ও সুলতান প্রামানিককে আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদের চুরি হওয়া ভ্যান ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের পর অভিযুক্তরা হত্যার বিষয়টি স্বীকার করেছে। র‍্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ অধিনায়ক শনিবার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।