সাংবাদিককে মারধর: গ্রেপ্তারে হাস্যোজ্জ্বল পল্লী চিকিৎসক কাশেম

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা ভুল চিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি আবুবকর সিদ্দিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত কথিত পল্লী চিকিৎসক কাশেমকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
২রা আগষ্ট শনিবার সন্ধ্যায় সাটুরিয়া ইউনিয়ন হান্দুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা হামলায় গুরুতর আহত সাংবাদিক আবু বকর সিদ্দিককে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
জানা গেছে,এশিয়ান টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক সম্প্রতি কথিত পল্লী চিকিৎসক কাশেমের চিকিৎসার অনিয়ম ও প্রতারণা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জের ধরেই কাশেম তার দলবল নিয়ে সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের এলাকায় গিয়ে তার উপর হামলা চালায়।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক আবু বক্কর সিদ্দিক সাটুরিয়া থানা গিয়ে কথিত পল্লী চিকিৎসক কাশেমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কাশেমকে আটক করে।
স্থানীয় গনমাধ্যম কর্মীগণ সহ সচেতন মহল এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সাথে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযুক্তকে আটক করা হয়েছে,তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন