‘মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা’ ব্যাংক গঠনের পরামর্শ ইউনূসের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - ছবি: প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ
নবনির্মিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণের উপযোগী করতে পৃথক একটি ব্যাংক গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে এই ব্যাংক পরিচালনার জন্য একটি নতুন আইন প্রণয়নেরও প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এমআরএ ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ ইউনূস বলেন, “মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান। এটি কোনো মুনাফাভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়।”
তিনি জানান, এমন একটি ব্যাংক গঠনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) অগ্রণী ভূমিকা রাখতে পারে। নতুন আইনের মাধ্যমে পরিচালিত এই সামাজিক ব্যবসা মডেলের ব্যাংক থেকে মালিকরা মুনাফা তুলতে পারবেন না। এটি কেবল সমাজের কল্যাণে কাজ করবে।
মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই হবে এই ব্যাংকের মূল লক্ষ্য—এ কথা উল্লেখ করে ইউনূস বলেন, “আমরা বিশ্বাস করি, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা। উদ্যোক্তা হলে বেকারত্ব কমবে। মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি এমআরএ ভবনের নির্মাণকাজ শুরু হয়, যা নির্ধারিত সময় অনুযায়ী ২৬ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। ১৬ তলা ভিত্তির ওপর নির্মিত এই ভবনে রয়েছে একটি আধুনিক বহুতল অফিস ব্লক, যার সঙ্গে রয়েছে সীমানা প্রাচীর, গেট, গার্ড রুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা, সেপটিক ট্যাংক, সোক ওয়েল, সাইনেজ, ম্যুরাল ও ডিপ টিউবওয়েলসহ নানা সহায়ক অবকাঠামো।
আপনার মতামত লিখুন