মার্কিন নিষেধাজ্ঞায় ভারতীয় ছয় প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ৬:৩৮
মার্কিন নিষেধাজ্ঞায় ভারতীয় ছয় প্রতিষ্ঠান

ইরানের জ্বালানি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের ছয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ইরানবিরোধী কঠোর অবস্থানেরই অংশ বলে মনে করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ লেনদেনে’ ইচ্ছাকৃতভাবে যুক্ত ছিল। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে দাবি ওয়াশিংটনের।

নিষেধাজ্ঞার আওতায় পড়া ভারতীয় প্রতিষ্ঠানগুলো হলো অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস. গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড এবং কাঞ্চন পলিমার্স। যুক্তরাষ্ট্র বলছে, এই প্রতিষ্ঠানগুলো ইরানের জ্বালানি বাণিজ্যে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং এতে মার্কিন নিষেধাজ্ঞা ভেঙেছে।

নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না তারা। পাশাপাশি, যেসব সহযোগী প্রতিষ্ঠানের অন্তত ৫০ শতাংশ মালিকানা তাদের হাতে রয়েছে, সেগুলোর ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই ঘোষণার সঙ্গে আরও ২০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানায়, তাদের লক্ষ্য হলো ইরানের ‘ছায়া নৌবহর’ এবং বিশ্বজুড়ে মধ্যস্বত্বভোগীদের দমন করা, যারা গোপনে ইরানি জ্বালানি পণ্য পরিবহনে ভূমিকা রাখে।

এছাড়া ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার কারণে ভারতকে শাস্তির মুখে পড়তে হবে, যদিও সেই শাস্তির ধরন এখনো নির্ধারিত হয়নি।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের তেল বিক্রির অর্থ সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল কার্যক্রমে ব্যবহৃত হয়, আর সেই কারণেই তারা এই কঠোর অবস্থান নিচ্ছে।