মৌলভীবাজারে দোকানে ঢুকে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এফ রহমান ট্রেডিং-এর সামনে মানুষের ভীড়। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল (৪০) শহরের পরিচিত হার্ডওয়্যার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর স্বত্বাধিকারী ছিলেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার পর তার দোকানে ঢুকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল নিজ দোকানে কাজ করছিলেন। এমন সময় হঠাৎ একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান, “আমরা পাশের দোকানে বসে ছিলাম। হঠাৎ রুবেল ভাইয়ের ‘বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন।” পরে দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।
নিহত রুবেল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। রুবেলের শ্যালক ইমন তরফদার বলেন, “দুলাভাই দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন। কারও সঙ্গে পূর্বশত্রুতা থাকতেই পারে। আমরা মনে করছি, এই শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।” এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, “হত্যাকাণ্ডের পরপরই আমরা তদন্তে নেমেছি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
রুবেলের মরদেহ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন